অভিনন্দন বার্তা
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)এর সম্মানিত লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ আবুল হাসেম খান চলতি দায়িত্বে অধ্যাপক হিসেবে পদন্নোতি পেয়েছেন। অধ্যাপক হিসেবে পদন্নোতি পাওয়ায় সিবিএইচসি’র সকল কর্মকর্তা – কর্মচারীর পক্ষ হতে স্যারকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
ডাঃ মোঃ আবুল হাসেম খান স্যার তাকে এই বিরল সম্মানে ভূষিত করায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মাদ নাসিম এমপি, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহেদ মালেক এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব সিরাজুল ইসলাম খান, চিকিৎসক সমাজের নেতা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সম্মানিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্যারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
আমরা আশা করছি, এর ফলে সম্মানিত লাইন ডাইরেক্টর স্যার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাবেন। তার যোগ্য নেতৃত্বে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম আরও বেগবান ও টেকসই হবে। সিবিএইচসি কার্যক্রম সফল বাস্তবায়নে তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
সম্মানিত লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ আবুল হাসেম খান স্যার সকলের নিকট দোয়াপ্রার্থী।
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ
বাংলাদেশ সিএইচসিপি