সাহনিন সুলতানা
কালতো ছিলাম নিজের ঘরে
আজকে যাযাবর।
নিজের ঘর কোনটা বলি
কোনটা বলি পর।
আজ আছি তো কাল নাই
সবাই যেতে হবে।
শুধুই জানা নাই কারো
কোনদিন, কখন,কবে।
কে পাঠালেন এই দুনিয়ায়
তিনি শুধুই জানে।
সুখ দুখ তারই লেখা
তা ক' জনে মানে।
ভবের দুনিয়ায় তাইতো কেউ
হয় যাযাবর।
আবার কেউ আষ্টেপৃষ্ঠে
বাধে সুখের ঘর।
কেউবা সুখে নেচে গেয়ে
কেউবা নাচে দুখে।
এই দুনিয়ার নানান মানে
ক'জনই বা সুখে।
সুখে দুখে জীবন গড়ি
থাকি সবার সাথে।
যাযাবরের নামে যেন আর
কেউ না থাকে।
খোদার সৃষ্টি মানুষ সবাই
সবাই ভাই ভাই।
হিংসা বিদ্বেষ ভুলে যেনো
থাকতে পারি সবাই।
২৮/০৯/১৭ ইং।
তিন তারকা ছন্দ মেলা থেকে চরণ দুটি।
খবর বিভাগঃ
কবিতা
