♦BMA সম্বর্ধনা ♦
কবিতা
২৩-৯-২০১৭ ইং
রচনাঃ ডাঃ মোঃ শফিকুল আলম
UHFPO, FENCHUGANJ,
♦♣♦♣♦♣♦♣♦♣
BMA আমার, BMA আমাদের
এখনকার BMA, আমাদের গর্বের।
ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন,
আমরা ডাক্তার,ডাক্তার সমাজের
কেটে যাবে হয়ত দুর্দিন।
এই BMA এর মহাসচিব হলেন
ডাঃ ইহতেশামুল হক চৌধুরী,
স্বাস্থ্য বিভাগের উন্নতি কল্পে
রেখে যাচ্ছেন তার বাহাদুরী।
সিলেট জেলায় জন্ম হওয়ায়
করেছেন তিনি বেশী খেয়াল,
উন্নতি হয়েছে স্বাস্থ্য ইন্ডিকেটর
আগের অবস্থা ছিল বেহাল।
আমরা দেব জনগনের সেবা
আমরা সেবক সবাই,
খেয়াল রাখবে BMA মোদের
এটাই আমরা চাই।
আসবে সিডর আসবে বন্যা
সব খানেতে মোরা আছি,
মোদের দূর্দিনে পাশে দাঁড়াবে BMA
এটাই আমাদের আর্জি।
আমরা সবাই BMA এর কর্মী
আমরা ডাক্তার সমাজ,
সেবা দিতে যেয়ে লাঞ্চিত হই
এটাই আমাদের লাজ।
ইতিমধ্যে মোরা লক্ষ্য করেছি
কেন্দ্রীয় BMA তে আছেন যারা,
আছে অনেকের লম্বা সংগ্রামী জীবন
সফল হবেন তারা।
করছি আশা ডাক্তার সমাজের জন্য
নিবেন ভাল সিদ্ধান্ত,
বাস্তবেও রূপ দিবেন তারা
যেন মনে রাখা যায় কালঅনন্ত।
খবর বিভাগঃ
কবিতা
