অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ
আমার পরম শ্রদ্ধেয়া স্নেহশীলা মা আনোয়ারা বেগম আশি বছর বয়সে গত ২০ সেপ্টেম্বর ২০১৭ আকস্মিকভাবে ইন্তেকাল করেন। ইন্নাহ্ লিল্লাহি ওয়া ইন্নাহ্ ইলাহি রাজেউন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব মহোদয়গণসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ অন্যান্য অধিদপ্তর ও পরিদপ্তর, বিভাগীয়, জেলা ও উপজেলা স্বাস্থ্য অফিসসমূহ, হাসপাতালসমূহ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও কর্মীবৃন্দ এবং দেশব্যাপী আমার অসংখ্য গুনগ্রাহী আন্তরিকভাবে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। আমার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনগণ যেন শোক প্রশমিত করতে পারেন সেজন্য সমবেদনা জানিয়েছেন। অনেকেই ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে জানাজা, দাফন ও দোয়া মাহফিলে সামিল হয়েছেন। অনেক প্রতিষ্ঠানই স্বতঃপ্রণোদিত হয়ে দোয়া মাহফিল আয়োজন করেছেন। আমার মাতৃবিয়োগ একান্ত ব্যক্তিগত বিষয় হলেও আপনারা যেভাবে আমার পাশে মমতামাখা সহানুভূতি দাঁড়িয়েছেন তার প্রতিদান দেয়ার কোন পথ বা ভাষা আমার জানা নেই। আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।
আপনাদের জীবিত বা মৃত বাবা-মা ও আত্মীয় পরিজন সকলের জন্য রইলো আমার প্রার্থনা। পরম করুণাময় আমাদের সকলের মঙ্গল করুন। একটি বৃহৎ স্বাস্থ্য পরিবারের সদস্য হিসেবে আমরা যেন সকলের জন্য এমনই নৈকট্যের প্রকাশ অব্যাহত রাখি। - অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
খবর বিভাগঃ
বাংলাদেশ
বাংলাদেশ সিএইচসিপি
ইন্নাহ্ লিল্লাহি ওয়া ইন্নাহ্ ইলাহি রাজেউন
উত্তরমুছুন