বেঁচে থাকার আকুতি...
মানুষ মাত্রই মরনশীল। শুধু মানুষ নয় প্রতিটি জীবকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে, আর এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তা’য়ালা কর্তৃক নির্ধারিত।এটা জেনেও বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষই শেষ চেষ্টা করে, নিজের সর্বোচ্চটা প্রয়োগ করে প্রাণপণ যুদ্ধ করে চেষ্টা করে এই পৃথিবীতে আরেকটু বেঁচে থাকার, আপনজনের আরেকটু সান্নিধ্য পাওয়ার। কানিজ আপার স্বপ্নের রাজপুত্র জন্ম নেয়ার পর সেই আকুতি আরো কয়েকগুন বেড়েছে।
বলছিলাম আমাদের সহকর্মী, হতভাগা কানিজ ফাতেমা আপার কথা। যার জীবনটাই একটা দুর্বিসহ কষ্টের উপাখ্যান। সিএইচসিপি পরিবারে এক অবিস্মরনীয় হয়ে থাকবে কানিজ আপার এই কষ্টের প্রতিটি মুহুর্ত।
কানিজ আপা ভাগ্যবানও বটে। তার এই দু:সময়ে তার পাশে দাঁড়িয়েছে সিএইচসিপি পরিবারের সদস্যরা। তার পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ডিজি মহোদয়। ইতোপুর্বে তার চিকিৎসা বিষয়ে স্যার সহ আরো কয়েকজন অনেক সহযোগীতা করেছেন যার দরুন কানিজ আপার চিকিৎসা অনেকটা সহজ প্রায় বিনা খরছে হচ্ছে।
বর্তমানে তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে যেসকল ডাক্তারগন তার চিকিৎসার তদারকি করছেন তারা বলছেন এখানে আর তাদের তেমন কিছু করার নেই। এখন তাকে CRP-তে নিয়ে চিকিৎসা দিতে পারলে অন্তত নিজে নিজে হইল চেয়ারে করে হলেও এদিক-সেদিক যেতে পারবে। কানিজ আপার পুরো শরীরটাই অবশ। তাকে এদিক-সেদিক ঘুরিয়ে দিতেও একজনের সহযোগীতা লাগে।
আমাদের সিএইচসিপিদের জন্য স্যার অনেক কিছু করেছেন করছেন। এই পর্যন্ত যে কয়জন সহকর্মী সর্বোচ্চ চিকিৎসা সেবা পেয়েছেন তা স্যারের একান্ত আন্তরিকতার কারনেই সম্ভব হয়েছে। কানিজ আপার ব্যাপারেও শ্রদ্ধেয় Abul Kalam Azadস্যারের ভুমিকা কল্পনাতীত। যা কখনোই ভুলার মত নয়। কানিজ আপাকে CRP-তে চিকিৎসার বিষয়েও স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ডাক্তার’রা বলছে কানিজ আপা আর কখনই হাঁটতে পারবেন না। স্যারের একটু সহযোগীতায় হয়তো কানিজ আপা কিছুটা হলেও নড়াচড়া করতে পারবেন। তাই স্যারের নিকট অনুরোধ CRP তে ভর্তি বা চিকিৎসা বিষয়ে স্যার আগের মতো আরেকটু সহযোগীতার হাত বাড়াবেন। সিএইচসিপি পরিবারের একজন অবিভাবক হিসাবে আমরা স্যারকে বার বার বিরক্ত করছি, আশাকরি স্যার আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কানিজ আপা সুস্থ হোক, তার কষ্টের ধন সদ্য জন্ম নেয়া বাবুটাও সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকুক দীর্ঘকাল সেই কামনাই প্রতিনিয়ত।
সবাইকে ধন্যবাদ।
দৃষ্টি আকর্ষণ Ahm Faruqe Zahidul Islam ভাই।
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি