
চাকুরী ৬ বছর পুর্তি উপলক্ষে কটিয়াদী উপজেলা সিএইচসিপি এসোসিয়েসন এর উদ্যোগে সহকর্মী ফারজানা আপার স্বামির রহমান পোল্ট্রি ফার্ম এন্ড ফিসারিতে সিএইচসিপি পরিবারের আনন্দ আয়োজন করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারনে সকল সহকর্মী উপস্থিত হতে পারিনি। আয়োজন করা হয়েছিল ম্যাজিক চেয়ার, পাতিল ভাংগা, ম্যাজিক বল। পরিশেষে গান, কৌতুক, এবং র্যাফেল ড্র এবং পুরুস্কার বিতরনি। সংবর্ধনা দেয়া হত আমাদের কটিয়াদী উপজেলার তিন টি সিএইচসিপি যুগল কে। এবং যার মাধ্যমে তিন টি বিয়ে হয়েছে আমাদের উপজেলা এসোসিয়েসন এর সভাপতি বদরুল হায়দার ভাই কে। কিন্তু বৃস্টি সকল পরিকল্পনা ভেস্তে দিল।
খবর বিভাগঃ
বাংলাদেশ সিএইচসিপি
