সাহনিন সুলতানা
নদী যেমন ছুটে চলে
সাগর মোহনায়,
সেথায় আমি দাঁড়িয়ে
তোমায় ছোয়ার আঁশায়।
সাগর মোহনায়,
সেথায় আমি দাঁড়িয়ে
তোমায় ছোয়ার আঁশায়।
তুমি যখন ছুটে চলো
আমি চেয়ে থাকি,
মন ভরেনা তোমায় দেখে
হৃদয় ছবি আঁকি।
আমি চেয়ে থাকি,
মন ভরেনা তোমায় দেখে
হৃদয় ছবি আঁকি।
মায়া ভরা চোখ তোমার
ডাকে ইশারায়,
ইশারায় হৃদয় যে তোমার
ভরা মায়ায়।
ডাকে ইশারায়,
ইশারায় হৃদয় যে তোমার
ভরা মায়ায়।
আকাশের চাঁদ যেমন সুন্দর
তুমিও যেন তাই,
মনে প্রাণে চাই গো তোমায়
এজীবনে পাই।
তুমিও যেন তাই,
মনে প্রাণে চাই গো তোমায়
এজীবনে পাই।
ফুলের সুভাসে ভরিয়ে দেবো
তোমার মনোপ্রাণ,
এ জীবনে ভুলবেনা তুমি
সেই মধুর ঘ্রাণ।
তোমার মনোপ্রাণ,
এ জীবনে ভুলবেনা তুমি
সেই মধুর ঘ্রাণ।
এ জীবনে যদি না পাই
হবে জীবন বৃথা,
ভালোবেসে নাও গো টেনে
মিটাও মনের তৃষা।
হবে জীবন বৃথা,
ভালোবেসে নাও গো টেনে
মিটাও মনের তৃষা।
কপিরাইট-- সাহনিন সুলতানা
১৫১০১৭
১৫১০১৭
খবর বিভাগঃ
কবিতা
