বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

বাবুল চেয়ারম্যান এর মৃত্যু-তে এবিএম গোলাম মোস্তফার শোক


বাবুল চেয়ারম্যান এর মৃত্যু-তে এবিএম গোলাম মোস্তফার শোক
=================
দেবিদ্বার উপজেলাধীন ২নং ইউছুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হোসেন বাবুল ওরফে বাবুল চেয়ারম্যান এর মৃত্যু-তে(ইন্নানিল্লাহে...)সাবেক সচিব,মন্ত্রী,এমপি ও কুমিল্লা (উঃ)জেলা আ'লীগ সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।তিনি বলেন,বাবুল চেয়ারম্যান একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।যে কোন দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করতেন।আদর্শিক এমন নেতা বর্তমানে খুবই নগন্য।এলাকাবাসী সর্বদা জনসেবায় নিয়োজিত একজন সেবক কে হারাল।তিনি বাবুল চেয়ারম্যান এর বিদেহী আত্নার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,এবিএম গোলাম মোস্তফার স্নেহধন্য বাবুল চেয়ারম্যান আজ(বুধবার) ভোর ৬ঃ১০ মিনিটে মৃত্যু বরণ করেন।মৃত্যকালে বয়স হয়েছিল৫৯ বছর।তিনি দীর্ঘ দিন ডায়াবেটিস,উচ্চরক্তচাপ,হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

শেয়ার করুন