
আজ বিকালে ১০ নং হরিশংকরপুর ইউনিয়নে পানামী গ্রামে কার্তেনি পুজা পরিদর্শনে যান জনাব তাহজিব আলম সিদ্দিকি সমি এমপি ঝিনাইদহ - ২. এ সময় তার সফর সঙ্গি হিসাবে ছিলেন জনাব শহিদুল ইসলাম হিরন চেয়ারম্যান ৯ নং পোড়াহাটি ইউপি, খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১০ নং হরিশংকরপুর ইউপি,বাবু বিকাশ কুমার বিশ্বাস চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১১ নং পদ্দাকর ইউপি,মোঃ ফয়েজউল্লা ফয়েজ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১২ নং দোগাছি ইউপি, কবির হোসেন জোদ্দার কেবি চেয়ারম্যান ও সভাপতি ১৬ নং সুরাট ইউপি,মোঃ নাজির উদ্দীন নাজির চেয়ারম্যান ও সাধারন সম্পাদক ১ সাধুহাটি ইউপি এ ছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন নেত্রী বৃন্দ।
খবর বিভাগঃ
প্রথম পাতা

0 এর মন্তব্য: