বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭(ইং)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু "বীরেন শিকদার" এমপি, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রিয়া মন্ত্রনালায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।শুভ উদ্বোধক শ্রী "বিমল রায় চৌধুরী"উপদেষ্টা পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী "রনজিৎ কুমার রায়" মাননীয় সংসদ সদস্য যশোর -৪, বাবু "স্বপন ভট্টাচার্য্য" মাননীয় সংসদ সদস্য যশোর -৫, শ্রী "কনক কান্তি দাস" চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ, সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (কেন্দ্রীয় কমিটি)....…তিনি বক্তব্য কালে বলেন মানুষের জন্য ধর্ম
ধর্মের জন্য মানুষ নয়
সকলধর্মই মানুষকে সৎ,মহৎ ও পবিত্র জীবনের পথ দেখায়,...মানবতা শ্রেষ্ঠ ধর্ম এ-শিক্ষা দেয়।
বঙ্গবন্ধুর রক্ত থেকে জন্ম নিয়া এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী "শেখ হাসিনার"অন্তর থেকে বেরিয়ে আসা বাক্য.... আমরা বাঙ্গালি এটাই আমাদের বড় পরিচয়।
খবর বিভাগঃ
পুজা
প্রথম পাতা

0 এর মন্তব্য: