রবিবার, ১ অক্টোবর, ২০১৭

বেশী গতি বেশী ক্ষতি

বেশী গতি বেশী ক্ষতি
-------------------------------

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নুরীতলায় কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিসা বাস আজ (রবিবার) দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে আরো ১৫ জন আহত হয়ে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।অনাকাঙ্ক্ষিত এই দূর্ঘটনাকালীন সময়ে মহাসড়কে গাড়ীর কোন চাপ ছিলনা।এক কথায় ফাঁকা রাস্তায় এই দূর্ঘটনা ঘটল।বে-পরোয়া গাড়ী চালানোর খেসারত যাত্রী সাধারণ কে দিতে হল।অথচ ট্রাফিক বিভাগ বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে কতশত শ্লোগান প্রচার করলেও চালকগন সামান্য কর্ণপাত পর্যন্ত করেন না।ফলে,যা হবার তাই হল।জীবন থেকে ৭টি প্রাণ ঝরে গেল।পঙ্গুত্ব বরণ করতে হবে অনেকেরই।

শেয়ার করুন

0 এর মন্তব্য: