তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
কাজী হেলাল তুমি সকল ধরনের কমিটি থেকে বহিস্কার হয়েছো এটা সকলের জানা। বহিস্কৃত লোকের কথা কেউ শুনতে চায় না।
২৩/২৪ তারিখের প্রোগ্রামে মোটা উঠেছিল ৩,৭০,০০০ (তিন লাক্ষ সত্তর হাজার) টাকা। তুমি বলতেছ ৬,৪০,০০০ টাকা, কিন্তুু কেন,,, সকল সহকর্মীদের বিভ্রান্ত করার জন্য উল্টা-পাল্টা কথা বলছো। মনে হচ্ছে পদ হারিয়ে পাগল হয়ে গেছো। তুমি নিজের জেলার টাকাইতো খেয়ে ফেলেছো।।
তুমি এগুলো বন্ধ করও আর যদি না করও তাহলে মাঠে আসও যদি সাহস থাকে, শহিদুল ভাইর মুখামুখি হয়ে কথা বলো !!! যেকোন সময়ে, যেকোন দিন - ঢাকা বা কুমিল্লার বাহিরে আসো, সরাসরি কথা বলো!!!
তোমার এই জঘন্য অপপ্রচারের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।।
তোমার এই জঘন্য অপপ্রচারের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।।
সেই সাথে সাবধান করছি আবারও অনুরোধ করছি-এই ধরনের কমেন্টস বা পোষ্ট থেকে বিরত থাকো। Kazi Helal Uddin।
ইকবাল হোসেন
সভাপতি
বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন
জামালপুর জেলা শাখা।
সভাপতি
বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন
জামালপুর জেলা শাখা।
খবর বিভাগঃ
বাংলাদেশ সিএইচসিপি
