
আজ সিএইচসিপিদের দায়ের করা যশোর জেলার ২টি,সাতক্ষীরা জেলার ১টি,চুয়াডাঙ্গা জেলার ১টি,কুস্টিয়া জেলার ১টি,নরসিংদী জেলার টি,ও লক্ষিপুর জেলার ১টি সর্বমোট ৭টি মামলার রায় দিয়েছেন মহামান্য হাইকোর্টের একটি দৌত বেন্চ। আমাদের পক্ষে আইনজীবি হিসাবে শুনানি করেন এ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া। এ রায়ের মাধ্যমে আমাদের চাকুরি রাজস্বকরনের আরো একধাপ এগিয়ে গেলাম। জয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন খুলনা বিভাগের এর পক্ষ থেকে এ্যাডভোকেট সিদ্দিকউল্লা মিয়া ও ১৪০০০ সি এইচ সিপির প্রান কামাল সরকার ও শহিদুল ভাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ
বাংলাদেশ সিএইচসিপি