
শত মত পেরিয়ে, পথ পরিক্রমার ৬ বছর ।
============================
#শোকরিয়া জ্ঞাপন করি মহান প্রভূর দরবারে । যার অসীম দয়ায় চাকুরী জীবনের ৬ বছর অতিক্রম করে পদার্পন করেছে ৭ বছরে । বছর ঘুরে আসলেও নজরে আসে নাই আমাদের অনেক দাবী, তাই...ভাবি..! কখন আসবে আমাদের সাফল্যের চাবি । দাবী নিয়ে শত মত উপস্থাপন হলেও সঠিক পথের দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছি বারবার, ৬ টি বছর যথার্থ প্রমাণ যার ।
সান্ত্বনা পাই তখন..যখন..প্রত্যন্ত অঞ্চলের হত-দরিদ্র অসহায় মানুষগুলো বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে অত্যন্ত খুশি হয় । মানব সেবার অনেক রাস্তা থাকলেও সরাসরি স্বাস্থ্য সেবা প্রদানের অবস্থা ছাড়া আর নেই কোন ব্যবস্থা । তাইতো....দিনে দিনে কমিউনিটি ক্লিনিকের প্রতি বাড়ছে মানুষের আস্থা ।
#বিশ্বব্যাপী কমিউনিটি ক্লিনিক মডেল হিসেবে স্বীকৃতি পেলেও আমরা কিন্তু এখনো প্যাডেল মারা অবস্থাতেই আছি । পথ পরিক্রমায় কমা বিহীন আশার বাণী শুনলেও হতাশ করে নাই সুবিদা ভোগী গাঁয়ের মানুষগুলো । কৃতজ্ঞচিত্তে অন্তর থেকে দোয়া করে অনন্তর ভাল থাকার প্রত্যাশায় ।
আশা-নৈরাশার দোলচালে আশ্বাসকে বিশ্বাস করে এমন কোন উক্তি শুনতে চাই না, যা আমাদেরকে মুক্তি দিতে অক্ষম । আমরা পাড়ি দিবো পথ-দূর্ঘম । ইনশাআল্লাহ..হবো সফলকাম ।
++++++++++++++++++++++++++++++
দীর্ঘ এই ৬ বছরের পথ চলায়....ধন্যবাদ জ্ঞাপন করি সেই সকল সহকর্মীদের যারা দূর-দূরান্ত থেকেও আন্তরিক ভাবে সহযোগীতা করেছেন ।..আত্নার মাগফিরাত কামনা করি, যারা অকালেই চলে গেছেন ফিরে না আসার দেশে ।
ফরিয়াদ.............হয়তো সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে মানব সেবায় যে কষ্ট করি তার কেষ্ট দিবেন মহান স্রষ্টা । অটল থাকুক আমাদের প্রচেষ্টা ।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
মুহাম্মদ আবু সুফিয়ান পাটোয়ারী জিলন
সিএইচসিপি
গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক ।
আড্ডা, বরুড়া, কুমিল্লা ।
01917-14-33-38
01873-14-33-38
============================
#শোকরিয়া জ্ঞাপন করি মহান প্রভূর দরবারে । যার অসীম দয়ায় চাকুরী জীবনের ৬ বছর অতিক্রম করে পদার্পন করেছে ৭ বছরে । বছর ঘুরে আসলেও নজরে আসে নাই আমাদের অনেক দাবী, তাই...ভাবি..! কখন আসবে আমাদের সাফল্যের চাবি । দাবী নিয়ে শত মত উপস্থাপন হলেও সঠিক পথের দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছি বারবার, ৬ টি বছর যথার্থ প্রমাণ যার ।
সান্ত্বনা পাই তখন..যখন..প্রত্যন্ত অঞ্চলের হত-দরিদ্র অসহায় মানুষগুলো বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে অত্যন্ত খুশি হয় । মানব সেবার অনেক রাস্তা থাকলেও সরাসরি স্বাস্থ্য সেবা প্রদানের অবস্থা ছাড়া আর নেই কোন ব্যবস্থা । তাইতো....দিনে দিনে কমিউনিটি ক্লিনিকের প্রতি বাড়ছে মানুষের আস্থা ।
#বিশ্বব্যাপী কমিউনিটি ক্লিনিক মডেল হিসেবে স্বীকৃতি পেলেও আমরা কিন্তু এখনো প্যাডেল মারা অবস্থাতেই আছি । পথ পরিক্রমায় কমা বিহীন আশার বাণী শুনলেও হতাশ করে নাই সুবিদা ভোগী গাঁয়ের মানুষগুলো । কৃতজ্ঞচিত্তে অন্তর থেকে দোয়া করে অনন্তর ভাল থাকার প্রত্যাশায় ।
আশা-নৈরাশার দোলচালে আশ্বাসকে বিশ্বাস করে এমন কোন উক্তি শুনতে চাই না, যা আমাদেরকে মুক্তি দিতে অক্ষম । আমরা পাড়ি দিবো পথ-দূর্ঘম । ইনশাআল্লাহ..হবো সফলকাম ।
++++++++++++++++++++++++++++++
দীর্ঘ এই ৬ বছরের পথ চলায়....ধন্যবাদ জ্ঞাপন করি সেই সকল সহকর্মীদের যারা দূর-দূরান্ত থেকেও আন্তরিক ভাবে সহযোগীতা করেছেন ।..আত্নার মাগফিরাত কামনা করি, যারা অকালেই চলে গেছেন ফিরে না আসার দেশে ।
ফরিয়াদ.............হয়তো সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে মানব সেবায় যে কষ্ট করি তার কেষ্ট দিবেন মহান স্রষ্টা । অটল থাকুক আমাদের প্রচেষ্টা ।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
মুহাম্মদ আবু সুফিয়ান পাটোয়ারী জিলন
সিএইচসিপি
গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক ।
আড্ডা, বরুড়া, কুমিল্লা ।
01917-14-33-38
01873-14-33-38
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি

0 এর মন্তব্য: