প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা দেওয়ায় আমাদের মূল কাজ,দুঃখের সাথে জানাতে হচ্ছে যদিও আমরা সরকারের কাজ করি মাঠ পর্যায়ে আসলে আমারা একপ্রকার এনজিওর কর্মীর মত,যখন কোন কাজ থাকে বা বন্ধের দিন অফিস করতে হয় তখন সিএইচসিপির খুজ নেওয়া হয়।আবার যখন দেখা যায় কোন জায়গাতে টাকা আছে তখন বলা হয় তুমাদের নাই, তুমরা তো প্রকল্পের লোক।যখন কোন একটা ট্রেনিং আসে তখন কৌশলে সিএইচসিপিদের বাদ দেওয়া হয়।তের হাজার পাঁচশত কমিউনিটি ক্লিনিক স্যার এক একটা ইপিআই কেন্দ্র তবে দুঃখের বিষয় স্যার যখন কোন জাতীয় প্রোগ্রাম হয় তখন ঐ কেন্দ্রের জন্য সরকারের দেওয়া টাকা গুলো সুষ্টভাবে দেওয়া হয়না।কয়দিন আগে হওয়া জাতীয় ভিটামিন এ ক্যপসুলের একটি কেন্দ্রের জন্য সব মিলিয়ে মনে হয় ৬০০ টাকা দেওয়ার কথা থাকলে ও কোন কোন সিসিতে ৫০/১০০ বা কোন টাকা এখনো দেয়নি।স্থানীয় পর্যায়ে এগুলো কখনো বিচার পাওয়া যায়না। পাঁচদিনের একটা ট্রেনিং চলতেছে সারা বাংলাদেশে বইয়ে লিখা আছে Ha,Ahi,Hi,Chcp দের জন্য, কিন্তু ঐ খানে ও সিএইচসিপিদের বাদ দেওয়া হচ্ছে।আসলে স্যার কাজ করি আমরা অবহেলার পাত্র ও আমরা,এগুলোর সামাধান কোথায় থেকে নিব স্যার?
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি
