★আগামী ০৪/১১/১৭ রোজ শনিবার হতে ৬/১১/১৭ সোমবার (তিনদিন) সারা বাংলাদেশের সি এইচ সি পি গন কমিউনিটি ক্লিনিকে কর্মরত অবস্থায় কালো ব্যাচ ধারন করবে।।(যশোর জেলার সকল সি এইচ সি পি ৪/১১/১৭ শনিবার থেকে ৯/১১/১৭ বৃহস্পতিবার পর্যন্ত কালো ব্যাচ ধারন করবে।।
★৫/১১/১৭ রবিবার সকাল ৯. ০০ঘটিকা হতে সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত ক্লিনিকে উপস্থিত থেকে সারাদেশে সি এইচ সি পি কর্মবিরতি পালন করবে।।
★হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে ১০/১১/১৭ রোজ শুক্রবার বেলা ১০ ঘটিকার সময় দড়াটানা ভৈরব চত্তর,যশোর এ কেন্দ্রীয়, বিভাগীয় ও যশোর জেলার মানব বন্ধন অনুষ্টিত হবে।
★সারাদেশের প্রত্যেক উপজেলায় মাসিক মিটিং এ শোক প্রস্তাব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।।
★আগামী ২৪/১১/১৭ শুক্রবার ঢাকা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হবে।।
★শাস্তি নিশ্চিতকরনের লক্ষ্যে নতুন কর্মসূচী গ্রহন করা হতে পারে।।
ধন্যবাদান্ত
মোঃতারিকুজ্জামান
যুগ্ন আহবায়ক
কেন্দ্রীয় দাবি আদায় ও বাস্তবায়ন কমিটি
খবর বিভাগঃ
বাংলাদেশ সিএইচসিপি
