মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

আমরা সি এইচ সি পি রা একেক জন একেক রকমম পোস্ট দেই আমাদের চাকরি র ভবিষ্যৎ কেমন?

★আজ আবার ক্লান্ত মন নিয়ে লিখতে বসলাম★

আমরা সি এইচ সি পি রা একেক জন একেক রকমম পোস্ট দেই আমাদের চাকরি র ভবিষ্যৎ কেমন?

আসলে আমরা জানি আমরা সবাই সি এইচ সি পি, তারপর ও এই রকম পোস্ট দেওয়ার অথ হচ্ছে আমাদের মনের কস্ট কিছুটা লাঘব করা।
কেউ যদি বলে সামনে হবে তাহলে কিছু টা মানসিক শান্তি পায়, যারা চাকরি র ব্যাপারে পোস্ট দেয় তারা।

আমাদেত একটা প্রশ্ন বাস্তবায়ন কমিঠি থেকে শুরু করে নেতা নামক সি এইচ সি পি যারা রয়েছে, তাদের আবার ও বলতে চাই, আপনেরা কিসের অপেক্ষায় রয়েছেন? আমরা সব সি এইচ সি পির প্রশ্ন তাকলো আপনাদের কাছে??

আমরা যদি সি সি বন্দ করে অনশন থেকে শুরু করে যে কোন রকম আন্দোলন করার জন্য আমি ও আমরা প্রস্তুত। তারপর ও যাতে আমাদের  চাকরি  সরকারি হয়?

প্লিজ যারা অনলাইনে অথবা বিভাগ,জেলাও উপজেলায় নেতৃতে রয়েছেন দয়া করে আন্দোলন এর ডাক দিন।

সবাই আর অবেহেলার সহিত চাকরি করতে চায় না,
নিজের অধিকার নিয়ে বাচঁবো।

ফটিকছড়ি, চট্রগ্রাম

সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

0 এর মন্তব্য: