দেশী-বিদেশী পর্যটকদদের মন মাতানো প্রবাল দ্বীপ, নারকেল জিনজিরা নামে খ্যাত, চুনাপাথরের জন্য বিখ্যাত বিশ্বের অন্যতম দ্বীপ- "সেন্টমার্টিন"।
প্রবাল দ্বীপ নারকেল জিনজিরা- যেখানে সারি সারি নারকেল গাছে সয়লাব, দ্বীপের চারপাশটা একবার ভ্রমণ করতে সুস্বাদু নারকেলের পানি দিয়ে পিপাসা মিটানো চা.......ই চাই। সাগরপাড়ের লোনা জলে গা ভাসিয়ে অস্থিত্বের জানান দেওয়া কালো পাথরের স্তুপে দাঁড়িয়ে জলের নোনতা স্বাদ, নাকে ও মুখে জমতে থাকা ছোট ছোট লবন কণা, দেহের সাদা চামড়াটা রূদ্রতাপে পুড়ে তামাটে কিংবা কালচে হবে।
হোক না, তাতে কিচ্ছু যায় আসে না।
মধ্য রাতে মদ্যপ সাগরে মাতাল জোছনায় ভিজে যাওয়া বালুচড়ে গা হেলিয়ে লোনা জলে পা ভিজানো, এমন রাত আর জীবনে আসবে না।
হোক না, তাতে কিচ্ছু যায় আসে না।
মধ্য রাতে মদ্যপ সাগরে মাতাল জোছনায় ভিজে যাওয়া বালুচড়ে গা হেলিয়ে লোনা জলে পা ভিজানো, এমন রাত আর জীবনে আসবে না।
খবর বিভাগঃ
প্রথম পাতা

0 এর মন্তব্য: