
ক্লাশ রুমে ঘুমিয়ে পড়া নতুন কিছু নয়! বা ফাঁসী দেয়ার মত কোন অপরাধও নয়। তবে একজন মহিলা শিক্ষিকার অপ্রস্তুত থাকা অবস্থায় ছবি তুলে তা প্রচার করা উচিত হয়নি।
আমি যখন প্রাইমারী স্কুলে ছিলাম তখনও আমাদের এক শিক্ষক ক্লাসে এসে হাঁক ছেড়ে ঘুমিয়ে পড়তেন। এটি যেহেতু দায়িত্ব অবহেলা তবে এর জন্য ব্যবস্থাপনা কমিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে যেতে পারে!
এভাবে একজন মহিলা শিক্ষকার ছবি প্রচার করে তাকে সামাজিক মাধ্যমে হেয় করা অনেক বড় শাস্তি হয়ে গেল না? আর যারা শিক্ষিকার পক্ষে কথা বলে প্রতিবাদ করতে গিয়ে এই ছবিটি পুনরায় প্রচার করছেন তারা প্লিজ আবার ভেবে দেখবেন।
খবর বিভাগঃ
শিক্ষা