মোঃ মাজেদুল হক
আইসিটি এডমিন প্যানেল ও সকল সিএইচসিপিবৃন্দ পক্ষে
শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম খান, সচিব, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্যারের অবসরকালীন জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করি।
শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম খান, সচিব, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্যার অবসরে যাচ্ছেন ১৪ অক্টোবর,২০১৭ তারিখে।স্যার এর অবসর জীবন অনেক অনেক ভাল কাটুক। সুখ, শান্তি, হাসি-আনন্দে কাটুক প্রতিটি ক্ষণ।অল্প সময়ের জন্যই আমরা স্যারকে পেয়েছি অনলাইনের মাধ্যমে আমাদের মাঝে। সিএইচসিপিদের বিভিন্ন সমস্যায় স্যারের দ্রুত পদক্ষেপ আমাদের সব সময় অনুপ্রেরণা যুগিয়েছেন। আমাদের মত হতভাগ্য সিএইচসিপিদের পাশে পেয়েছিলাম স্বল্প সময়, কিন্তু এই স্বল্পসময়েও স্যার তাঁর মেধা, প্রজ্ঞা, কর্মদ্যোম দিয়ে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকলেন।
আমাদের এই আইসিটি গ্রুপে যখনই কোন সহকর্মীর বিপদের কথা শেয়ার করেছি স্যার তাৎক্ষণিক ভাবে সমাধানের জন্য সকল পর্যায় কথা বলে কমেন্টে জানিয়েছেন। আমাদের অসুস্থ্য সহকর্মী বোন কানিজ ফাতেমা দেখতে এডমিন প্যানেল হতে আমি, স্বপ্নীল, এবং হিরো মইন ভাই সহ আরো কয়েকজন মিডফোর্ড হাসপাতালে যাই এবং হাসপাতালের চিত্র তার সেবার বিষয় তুলে ধরে শ্রদ্ধীয় মান্যবর Sirazul Khan স্যার সহ মাননীয় ডিজি এবং এলডি স্যারকে ম্যানশন করে পোষ্ট লিখি। ঐ দিনই স্যার মিডফোর্ড হাসপাতালে কথা বলেন তার চিকিৎসার সার্বিক বিষয় ফ্রি করার বিষয়ে । এ ছাড়া প্রধানমন্ত্রী বরাবর চিকিৎসা সহায়তার আবেদন করতে বলেন কিন্তু সেটা ফাতেমা আপার পক্ষ হতে করা হয়নি। এছাড়া এই আইসিটি গ্রুপে মুক্তমণির খবর শেয়ারের পর মুহুর্তে স্যার দ্রুত নজরে নেন এবং এখন সে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। এ ছাড়াও আমাদের যে কোন কাজে স্যারকে মেনশন করলে দ্রুত সেটা সমাধানের ব্যবস্থা নিয়েছেন।
স্যারের এই আন্তরিকতা ভালোবাসা আমাদের সকল সিএইচসিপির কাজের প্রেরণা হয়ে থাকবে। স্যাারের অবসরকালীন সময়ে এই অনলাইনের মাধ্যমে আমাদের পাশে চাই একজন অভিভাবক হিসাবে। স্যারের শত ব্যস্ততার মাঝেও আমাদের মত কর্মচারীদের কথায় সাড়া দিতেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি । স্যারের বাকি জীবনটা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি । তিনি থাকবেন আমাদের হৃদয় মাঝে।
সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি
