সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

ডাঃ রাশেদ আল মামুন’স্যারের পদোন্নতিতে সিএইচসিপিদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।

মাজেদুল হক সিএইচসিপি
 to 
ডাঃ রাশেদ আল মামুন’স্যারের পদোন্নতিতে সিএইচসিপিদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।
সর্বদা হাসিমুখের মানুষ স্বনামধন্য চিকিৎসক রাশেদ আল মামুন পদোন্নতি পেয়ে বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলায় যোগদান করেছেন। সম্প্রতি ঝিনাইদহ সদর হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার পদ থেকে তিনি পদোন্নতি পেয়ে মোল্লার হাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।এছাড়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে আরএম ও এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জ ন হিসাবে ঝিনা্রইদহে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদহ সদর উপজেলার বেসিক ট্রেনিং এ সিএইচসিপিদের হাতে কলমে প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন । রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের ১৭ নভেম্বর তিনি চাকুরিতে যোগদান করেন। তার এই পদোন্নতি লাভ করায় ঝিনাইদহ সদর উপজেলা এবং জেলার সকল সিএইচসিপির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা ।

শেয়ার করুন