সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

প্রতিবন্ধীতা প্রতিরোধে কমিউনিটি ক্লিনিক এর হেলথ্ প্রোভাইডারদের (১৫ জন) অংশগ্রহণে দিন ব্যাপী "আর্লি ডিটেকশন অ্যান্ড ইন্টারভেন্শন" বিষয়ে ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।

মো তানভীর আহম্মেদ  

এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত "সোস্যাল ইনক্লুশন অব ডেফ চিল্ড্রেন অ্যান্ড ইয়াং পিপুল ইন বাংলাদেশ (এসআই-ডিসিওয়াইপি)" প্রকল্পের আওতায় গত ১১ কার্তিক ১৪২৪ বঙ্গাব্দ বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০১৭ খ্রিস্টাব্দ) সকাল ৯.৩০ টায় এইড কমপ্লেক্স হলরুমে, প্রতিবন্ধীতা প্রতিরোধে কমিউনিটি ক্লিনিক এর হেলথ্ প্রোভাইডারদের (১৫ জন) অংশগ্রহণে দিন ব্যাপী "আর্লি ডিটেকশন অ্যান্ড ইন্টারভেন্শন" বিষয়ে ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন  রিসোর্স পার্সন হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ সাজ্জাদ হাসান। সংস্থার কর্মসূচি বিভাগের পরিচালকজনাব মোঃ আশাবুল হক।
ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা ও মূল দায়িত্ব পালন করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব সুরাইয়া পারভীন শিল্পী এবং ফ্যামিলী আ্যন্ড গ্রুপ মোবিলাইজার এনামুল কবির, সাইন ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটেটর নুরুল ইসলাম এবং ইসিডি শিক্ষক মাকছুদা আক্তার স্বর্ন সার্বিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন