সৎ, বাবুলের অফিসের এক সিনিয়র কর্মকর্তা মারা গেলেন। অফিসের বস চিন্তা করলেন যেহেতু গুরুত্বপূর্ণ পদ জুনিয়রদের মধ্যে থেকে কাউকে একটু পরীক্ষা নিরীক্ষা করে সৎ লোক বাছাই করে উক্ত পদে নিয়োগ দিবেন। একদিন অফিসের জুনিয়র সব কর্মকর্তাদের ডাকলেন, সবাইকে পাঁচ ছয়টি করে ধানের বীজ ও একটি করে টব দিলেন। বলে দিলেন এই টবে তোমাদের যে বীজ দিলাম সেই বীজ দিয়ে সবচাইতে সুন্দর ধানের চারা যে উৎপাদন করতে পারবে তাকেই উক্ত পদে নিয়োগ দেওয়া হবে। সবাই যার যার বাড়ীতে সর্বোচ্চ চেষ্টা করতে লাগলেন সুন্দর ধানের চারা উৎপাদন করার জন্য। বাবুলের সহকর্মীদের অফিসে আলোচনার বিষয় এখন একটাই কে কত যত্ন করে ধানের চারা লালন পালন করছে।বাবুল লজ্জায় সে আলোচনায় শরীক হতে পারে না কারন সে বাড়ীতে মাটি, গোবর, সার দিয়ে অনেক চেষ্টা করেছে কিন্তু একটি ধানের চারাও গজিয়ে উঠেনি। দুই মাস পর বস সবাইকে বললেন আগামীকাল টব নিয়ে সবাই অফিসে আসবেন। বাবুল চিন্তায় পরে গেল খালি টব নিয়ে অফিসে যাবে কি যাবে না। খালি টব দেখে বস যদি ভাবে বসের কথার গুরুত্ব দেইনি তবে পদের উন্নতিতো দূরের কথা চাকরীই চলে যেতে পারে।বাবুলের স্ত্রী বলল, তুমিতো চেষ্টার ত্রুটি কর নাই। খালি টব নিয়েই তুমি যাও, না গেলেই বরংচ বেশি ক্ষতি হবে।
পরের দিন সবাই সুন্দর ধানের চারা সমেত টব নিয়ে অফিসের হল রোমে গেলেন শুধু বাবুলের টবে চারা নেই। তাই দেখে সবাই হাসাহাসি করতে লাগল। বাবুল কাচুমাচু হয়ে সবার পিছনে টব নিয়ে বসলেন। যথা সময়ে বস হল রোমে আসলেন। সামনে থেকে দেখা শুরু করলেন। কাউকে বলল তোমারটা বেশ সুন্দর হয়েছে, কাউকে বলল তুমি মনে হয় ভাল যত্ন নিয়েছ, এভাবে একেকজনেরটা দেখছে আর প্রশংসা করছে।বাবুল বসকে খালি টবের কি জবাব দিবে এ চিন্তায় অস্থির হয়ে গেল। যথাসময়ে বস বাবুলের কাছে আসল। বাবুলের খালি টব দেখে দাড় করাইলো এবং বলল তুমি সবার সামনে গিয়ে দাড়িয়ে থাক। বাবুল লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে দাড়িয়ে রইল। সবাই বাবুলেন এ অবস্থা দেখে মুখটিপে হাসতে লাগলো।
বস সামনে গিয়ে দাড়িয়ে বললেন, তোমাদের সবার টবে সুন্দর চারা বাবুলের টবে কোন চারাই নাই, সবার চাইতে ব্যতিক্রম না?
সবাই সমস্বরে বলল, জ্বি স্যার।
বস আবার বললেন, সবাই বসে আছ আর বাবুল দাড়িয়ে আছে , সবার চাইতে ব্যতিক্রম না?
সবাই সমস্বরে বলল, জ্বি স্যার।
বস সামনে গিয়ে দাড়িয়ে বললেন, তোমাদের সবার টবে সুন্দর চারা বাবুলের টবে কোন চারাই নাই, সবার চাইতে ব্যতিক্রম না?
সবাই সমস্বরে বলল, জ্বি স্যার।
বস আবার বললেন, সবাই বসে আছ আর বাবুল দাড়িয়ে আছে , সবার চাইতে ব্যতিক্রম না?
সবাই সমস্বরে বলল, জ্বি স্যার।
একজন সহকর্মীর চোখের দিকে তাকানোর ক্ষমতা বাবুলের রইলো না ।অপমানে বাবুলের চোখে পানি এসে গেল।
বস পুনরায় বললেন, এই ব্যতিক্রম খালি টবওয়ালা মাথা নিচু করে দাড়িয়ে থাকা মানুষটাই হচ্চে আমার পরীক্ষায় পাশ করা মনোনীত ব্যক্তি। আজ থেকে তোমাদের সকলের সিনিয়র অফিসার বাবুল।
বস পুনরায় বললেন, এই ব্যতিক্রম খালি টবওয়ালা মাথা নিচু করে দাড়িয়ে থাকা মানুষটাই হচ্চে আমার পরীক্ষায় পাশ করা মনোনীত ব্যক্তি। আজ থেকে তোমাদের সকলের সিনিয়র অফিসার বাবুল।
বাবুল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। অন্যরাও আশ্চার্য হয়ে গেল, বসকে বলল কিভাবে এটা সম্ভব?
বস বললেন, দু মাস আগে তোমাদের যে বীজ দিয়েছিলাম সেগুলো ছিল সিদ্ধ করা বীজ। আর সিদ্ধ বীজ দিয়ে চারা উৎপাদন করা সম্ভব না। তোমরা সবাই আমাকে খুশি করার জন্য অসৎ পথ অবলম্বন করেছ আমার বীজ ফেলে দিয়ে যারযার মত করে নিজেদের বীজ দিয়ে চারা উৎপাদন করেছ কিন্তু বাবুল সেটা করে নাই। ও সৎ ছিল। ওর সততার পুরস্কার ওকে দিলাম।
বস বললেন, দু মাস আগে তোমাদের যে বীজ দিয়েছিলাম সেগুলো ছিল সিদ্ধ করা বীজ। আর সিদ্ধ বীজ দিয়ে চারা উৎপাদন করা সম্ভব না। তোমরা সবাই আমাকে খুশি করার জন্য অসৎ পথ অবলম্বন করেছ আমার বীজ ফেলে দিয়ে যারযার মত করে নিজেদের বীজ দিয়ে চারা উৎপাদন করেছ কিন্তু বাবুল সেটা করে নাই। ও সৎ ছিল। ওর সততার পুরস্কার ওকে দিলাম।
এবার সবার মাথা নিচের দিকে চলে গেল, বাবুলের মাথা উচু হয়ে গেল। বস বাবুলকে নতুন পদে যোগ দেওয়ার জন্য বললেন এবং শুভেচ্ছা জানালেন।
ঠিক বাবুলের মত আমরাও যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে সৎ থাকতে পারি তবে তার পুরস্কার মহান আল্লাহতালা দিবেনই দিবেন।
খবর বিভাগঃ
ইসলাম ধর্ম
প্রথম পাতা
শিক্ষা
