রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

♥ কাঙাল মামার প্রশ্ন- ০১.

Abdul Matin Dalim to 
 কাঙাল মামার প্রশ্ন- ০১.
কমেন্ট এ উত্তর দিন, সঠিক উত্তর দাতার মধ্য থেকে লটারীর মাধ্যমে একজনকে দেওয়া হবে একশ টাকার প্রাইজমানি।
(বিঃ দ্রঃ- ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর এর মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে।)
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নব্বই দশকের প্রথম দিকে "রূপালী দ্বীপ" নামক একটি উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসে তিনি নতুন পরিচিতি এনে দিয়েছিলেন দেশের সর্ব দক্ষিণ-পূর্ব সীমানা টেকনাফ উপজেলায় অবস্থিত "সেন্টমার্টিন দ্বীপ বা নারকেল জিঞ্জিরার"। ১৯৯৩/৯৪ সালের দিকে দ্বীপে জমি কিনে ছবির এই বাড়িটি করেন তিনি।
দ্বীপে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হুমায়ূন আহমেদ এর এই বাড়িটির নাম কি?

শেয়ার করুন