আজ আমার চাকুরীতে যোগদানের ছয় বছর পূর্ণ হল।
২০১১ সালের আজকের এই দিনে (২৩ অক্টোবর) কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (CHCP) হিসেবে নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসে যোগদান করেছিলাম।
মনে হচ্ছে এই সেদিনই তো চাকুরীতে যোগদান করলাম। অথচ, সময়ের আবর্তনে কখন যে ছয়টি বছর কেটে গেলো টেরই পেলাম না।
সংক্ষিপ্ত এই চাকুরী জীবন নানা প্রাপ্তি আর অপ্রাপ্তির মিশেলে মোটামুটি ভালই কেটেছে। বিশেষ করে আমার সকল সহকর্মীদের কাছ থেকে এত এত আন্তরিকতা আর ভালবাসা পেয়েছি যে, কোনদিন এই চাকুরী ছেড়ে দিব এমন চিন্তাই এখন আর মাথায় আসে না।
এই চাকুরী আমাকে দিয়েছে এমন অনেকগুলো সহকর্মী, যারা বিপদে-আপদে নিজের পরিবারের সদস্যের ন্যায় ছায়ার মত সবসময় পাশে থাকে। আমার নিজের কোন ভাই নেই, কিন্তু এই চাকুরীতে যোগদানের পর এমন বেশকিছু সহকর্মী পেয়েছি , যারা আমার মায়ের পেটের ভাইয়ের মত সবসময় আমার পাশে থেকে অব্যাহতভাবে সহযোগীতা করে চলেছেন। তাদের প্রতি আমার অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সিএইচসিপিদের মত বাংলাদেশের আর কোন পেশাজীবী শ্রেণীর মাঝে পরস্পর এমন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে বলে আমার জানা নেই।
চাকুরী জীবনের ছয় বছর পুর্তিতে আমার পক্ষ থেকে সকল সহকর্মীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালবাসা।
আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক কখনও শেষ হওয়ার নয়। এই সম্পর্ক টিকে থাকবে যুগ যুগ অনন্তকাল ধরে। (ইনশাআল্লাহ)
আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক কখনও শেষ হওয়ার নয়। এই সম্পর্ক টিকে থাকবে যুগ যুগ অনন্তকাল ধরে। (ইনশাআল্লাহ)
সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সকল সহকর্মীদের সাথে এই আন্তরিক সম্পর্ক ধরে রাখতে পারি এবং সুস্থ শরীরে আমার এলাকার জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি।
পরিশেষে, ছয় বছরের চাকুরী কালের নানা মূহুর্তের স্মৃতিগুলো আজ মনের অজান্তে বারবার র্উকি দিচ্ছে। তাই, ক্যামেরায় বন্দি থাকা কিছু মূহুর্ত শেয়ার দিলাম।
সবাই ভাল থাকবেন।
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি
