তথ্যভিত্তিক ও যুক্তিসঙ্গত কথা বলতে আমি পছন্দ করি
++প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, চট্রগ্রাম জেলা শাখা++
বিষয় : চট্রগ্রাম জেলা বিলুপ্ত করে; নব্য নেতাদের আহবায়ক কমিটির প্রসঙ্গ।
++প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, চট্রগ্রাম জেলা শাখা++
বিষয় : চট্রগ্রাম জেলা বিলুপ্ত করে; নব্য নেতাদের আহবায়ক কমিটির প্রসঙ্গ।
২০১৩ সালে সর্বপ্রথম চট্রগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছিল, এর আগে কিছুকিছু উপজেলাতে CHCP রা সংগঠিত ছিল বটে। কিন্তুু এক উপজেলা অন্য উপজেলা কলিক দের তেমন জানাশুনা ছিলনা। বিশেষ করে আমি নঈম, ইদ্রিস, জয়নাল, মহিউদ্দিন আরাবি, সিতাকুন্ডে নাছির সহ ৭/৮ জনে প্রচেষ্টায় চট্রগ্রাম জেলা কমিটি হয়েছে। এতে সাতকানিয়া ইদ্রিস কে সভাপতি করা হয়েছিল।
নঈম উদ্দিন ১ নং সহ সভাপতি ও আমি নূরুন নবী রুমীকে ২ নং সহ সভাপতি নিয়ে ৩১ জনে কমিটি হয়েছিল।
হঠাৎ সভাপতি ইদ্রিস ভাই একটি মামলা করনে নিজে কমিটি থেকে সরেগিয়ে নঈম ভাই কে সভাপতি করে নতুনভাবে কমিটি নবায় করা হয়েছে।
এখন আমার প্রশ্ন সাধারণ CHCP দের কাছে? গত কয়েদিন আগে চট্রগ্রাম জেলা শাখার নামে ৮ জনের "আহবায়ক" কমিটির "নব্য নেতারা" কতজন আছে বিগত দিনে কমিটি গুলাতে?
১ম ও ২য় কমিটির গুলার স্কিনশট ও নব্য আহবায়ক কমিটির স্কিনশট দিলাম
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি