#কেমোথেরাপি
*****************
আমার চোখে চোখ রেখে হারাতে চেয়েছে যে মন ।
তুমি তাকে বারবার করেছ শাসন ।
বেঁধেছ সমাজ শৃঙ্খলে ।
যেভাবে আবদ্ধ জালে
মাছের জীবন
ছটফটিয়ে মরে ।
সেভাবে আগুন শরীরে
করে মাখামাখি ।
অতীত তবু থাকে বাকি ।
অন্তর্দহন ঠিক কতটা পোড়াতে পারে !!?
কলহনির্যাস যখন আরক্তিম বেদনার ভারে ।
তীব্র রশ্মি পোড়ায় কোষিকাজাল ।
যেভাবে তন্দুরে পোড়ে ম্যারিনেটেড মুরগির ছাল ।
পেইনকিলার মেরে দেয় যন্ত্রণার মুখ
তবু নিজের পোড়া গন্ধে জাগে জলন্ত সুখ !
এটাই বোধহয় শেষ!! আজ আমার কেমোথেরাপি ।
তোমাকে মুক্তি দিলাম । ইতি - তোমার স্বরলিপি ।
*****************
আমার চোখে চোখ রেখে হারাতে চেয়েছে যে মন ।
তুমি তাকে বারবার করেছ শাসন ।
বেঁধেছ সমাজ শৃঙ্খলে ।
যেভাবে আবদ্ধ জালে
মাছের জীবন
ছটফটিয়ে মরে ।
সেভাবে আগুন শরীরে
করে মাখামাখি ।
অতীত তবু থাকে বাকি ।
অন্তর্দহন ঠিক কতটা পোড়াতে পারে !!?
কলহনির্যাস যখন আরক্তিম বেদনার ভারে ।
তীব্র রশ্মি পোড়ায় কোষিকাজাল ।
যেভাবে তন্দুরে পোড়ে ম্যারিনেটেড মুরগির ছাল ।
পেইনকিলার মেরে দেয় যন্ত্রণার মুখ
তবু নিজের পোড়া গন্ধে জাগে জলন্ত সুখ !
এটাই বোধহয় শেষ!! আজ আমার কেমোথেরাপি ।
তোমাকে মুক্তি দিলাম । ইতি - তোমার স্বরলিপি ।
"""""""""""""""""©মৃত্তিকা মৃন্ময়ী রায়
🍁
=================================
খবর বিভাগঃ
কবিতা

