শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

সিএইচসিপি রা তাদের কাজের প্রতি সর্বদা আন্তরিক। প্রচুর বৃষ্টিতে যেখানে ঘর থেকে বের হওয়া মুশকিল সেখানে সিএইচসিপিরা ক্লিনিকে হাজির নিজের দায়িত্ববোধ থেকে কারন প্রান্তিক জনগোষ্টির শেষ আশ্রয়স্থল এখন কমিউনিটি ক্লিনিক।

Matiur Mithu Chcp to
 
সিএইচসিপি রা তাদের কাজের প্রতি সর্বদা আন্তরিক। প্রচুর বৃষ্টিতে যেখানে ঘর থেকে বের হওয়া মুশকিল সেখানে সিএইচসিপিরা ক্লিনিকে হাজির নিজের দায়িত্ববোধ থেকে কারন প্রান্তিক জনগোষ্টির শেষ আশ্রয়স্থল এখন কমিউনিটি ক্লিনিক। তারপর ও আমরা এতো অবহেলিত কেন। কেন আমরা আমাদের অধিকার পাব না।বাংলার ছাত্রতো তাই মাহবুব উল আলম এর মুক্তিযুদ্ধ বিষয়ক একটা কবিতার কথা মনে পরে গেল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।আমাদের নেতাদের এমন তেজদীপ্ত হতে হবে। অধিকার দাবি করে ঘরে বসে থাকলে হবে না। আর নিজেরা নিজেদের বদনাম করলে হবে না। নিজেদের অধিকার এর জন্য ঝাপিয়ে পরতে হবে আর তখন ই আমরা আমাদের অধিকার পাব

শেয়ার করুন