রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

একি আজব জমানা


x-panamicc.blogspot.com
নারী ও পুরুষেরা পরে অদ্ভুত নানান সাজ!
ভাল প্যান্ট ছিঁড়েফেড়ে পরে ওরা বেমালুম,
হাজার টাকার দামের ছেঁড়া সেই পাতলুন।
হিল দু'টা পরে ওরা উচ্চতা তো ইঞ্চি আট,
পরেনা সে ফ্লাট জুতা যদি তার কমে ডাট?
চুলেরই বাহারটা দেখ মাথার ঐ চান্দিটায়,
গ্যালারী টাকও যেন ফ্যাসান এ জমানায়?
ঘোড়ার আওয়াজ তুলে চলে সব খটাখট,
গাধার সুরেই গাহে অাধুনিক বাংলা গান।
ব্যান্ডের তালে তালে নাচে যে উদ্দাম নাচ,
লালপানি পিয়ে কয় চাচাগো আপনা বাঁচ।
শরীরের দোলনীতেই ভূমিকম্প ওঠে হায়,
শিস দিয়ে বলে কেহ ভাল আর কিছু নাই?
কালো ঐ চুলটা করে কলপেই রঙিন ভাই,
বিদায়ের কালে বলে টা-টা আর বাই-বাই।
হিন্দি ঐ গানের তালে নাচে ধিন ধিন তাই,
আহ!সুন্দর প্রেম খেলা,যেন যার পর নাই!
ছেলেরাই টিজ করে মেয়েরা কি কম যায়?
ছেলেদের বাগে পেলে চেটেপুটেলুটে খায়।
ছেলেরা মাকড়ী পরে কানের ঐ লতিটায়,
মেয়েরা জিন্সশার্ট পরে টাইটটা ফাটাফাট!
মাকে মাম্মী ডাকে বাবাকে ড্যাড না ব্যাড,
ওরাযে বুদ্ধির ঢেকি সকলকে ভাবে ম্যাড!
নেকাবের পিছে কারো চোখটা কথা কয়,
সুযোগ পেলেই বাগেকেউ তো কারো নয়?
পার্কে জোড়া জোড়া কপোত ও কপোতী,
বলে কি ভেড়ারই দল মোরা কি অসতী?
সুন্দরী প্রতিযোগীতায় দেহের সকল ভাঁজ!
দেখে তা কোটি লোকে নাই যে কোন লাজ।
কি আজ দেখি মোরা আখেরীএ জমানায়?
চোখ কান বন্ধ করে, করি যে হায় রে হায়!

স্থানঃ ঝিনাইদহ (পানামী)
তারিখঃ ১৬/১০/২০১৭ খ্রিঃ।

শেয়ার করুন