আমাদের বান্ধবী লাকির ছেলের বিয়ে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যায়নরতা লাকির হঠাৎ করেই পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসা । কিন্তু পাত্রের মাথায় চুল কম দেখে ওর ভীষণ মন খারাপ, সেই সাথে আমাদেরও। বান্ধবীর দুঃখে আমরা সমব্যথী । চুল নিয়ে সারা দিনমান চুলচেরা বিশ্লেষণ। কারণ ১৮ বছরের অবুঝ কিশোরীর কাছে তাবৎ পৃথিবীতে পাত্রের বাহ্যিক রূপই বেশী গুরুত্বপূর্ণ। ওর গার্জিয়ান ওকে বলছে, ''ছেলে এতো ভালো তুই আর কি চাস''? লাকির সহজ সরল স্বীকারোক্তি,'' আমার এতো ভালোর দরকার নেই আমি পাত্রের মাথায় চুল চাই''।
সময় চলে গেছে অনেক। পাত্রের মাথার চুল দেখে যারা নিজেদের বর নির্বাচন করেছিল তাঁদের বেশীর ভাগের মাথাই এখন ধুধু ফাঁকা মাঠ। কিন্তু এই উদাহারন আমি আজও টানি।
বছর না ঘুরতেই লাকির কোল আলো করে আসে ছোট্ট ফুটফুটে ছেলে শিশু। স্বামীর মাথার দিকে তাকানোর ফুরসৎ মেলে না আর। খোকন ভাই ভীষণ ভালো মানুষ দিল খোলা লাকির উপযুক্ত জীবন সঙ্গী। ঝাঁকড়া চুলের অনেক পুরুষ থেকেই নিঃসন্দেহে উত্তম। দাম্পত্য জীবনে চুলের মত আরও অনেক চাওয়াই নিমিষে মূল্যহীন হয়ে যায় যদি নিজেদের মাঝে বুঝাপড়া ভালো থাকে ।
আজ ওদের ছেলের বিয়েতে কত কথাই মনে পরে যাচ্ছিল। এই বিয়েতে আমাদের স্ট্যাটাস শাশুড়ির, নেমে গেলাম নাকি আপ হল বুঝতে পারছি না ঠিক। যুগল পথ চলায় সুখে থাকুক নব দম্পতী ।এক রাশ শুভকামনা -----
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি
