এ জগতে অনেকের সাথেই আপনার দেখা হবে, এদের মধ্যে কেউ কেউ আপনার সুবিধা নিবে,
কয়েকজন তো ভালবাসার মিথ্যে নাটকে জড়িয়ে ক্ষতবিক্ষত করে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে চলে যাবে।
এদের সবার সাথে হিসেব মিটিয়ে, প্রতিদান দিয়ে, এবং অনেকের মাঝের কাঁচকে ফেলে আসল হিরা বেছে নিতে পারাই সার্থকতা!
একটাই তো জীবন.. অনেক কিছুই হবে, আসবে-যাবে।
থেমে থাকবেন না, পথ চলা চালিয়ে যান।
মনে রাখবেন দুনিয়ার মানুষ ঠকালেও, সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না
খবর বিভাগঃ
বাংলাদেশ সিএইচসিপি