রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

আজ দুপুর ১২ টার দিকে লতিফ ভাইয়ের লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসিলে সার্বিক বিষয় নিয়ে গাইবান্ধা জেলা সিভিলসার্জন স্যার এবং সদর উপজেলার UH&FPO স্যারের সাথে আলোচনা করছেন

আজ দুপুর ১২ টার দিকে লতিফ ভাইয়ের লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য নিয়ে আসিলে সার্বিক বিষয় নিয়ে গাইবান্ধা জেলা সিভিলসার্জন স্যার এবং সদর উপজেলার UH&FPO স্যারের সাথে আলোচনা করছেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি জনাব এনায়েত রাব্বী লিটন ভাই, সাথে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব নূর নবী সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।
আমরা সত্যি সন্তুষ্ট স্যারদের কথায় এবং ব্যবহারে, তাহারা সকল প্রকার সহযোগীতা করেন। সদরের UH&FPO স্যার নিজে থেকে ময়নাতদন্ত করেন।মাননীয় সিভিলসার্জন স্যার এবং সদরের UH&FPO স্যার ভবিষ্যতেও এম এ লতিফ ভাইয়ের পরিবার কে সহযোগীতা করার আশ্বাস দেন।

শেয়ার করুন