রবিবার, ১ অক্টোবর, ২০১৭

এখন তুমি সেইখানে বাস কর ।। ফেরদৌস নাহার

কবি সংযোগ : ফেরদৌস নাহার
এখন তুমি সেইখানে বাস কর ।। ফেরদৌস নাহার
ক.
যার জন্য আজও তুমি নীলরং, তাকে ডেকে বলেছি
আমাকে ক্ষমা করবে, এমন কোথাও যাওয়া হবে না
যেখানে ফর্সা মেয়েদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠান
সারাদিন মার্কা-মেলা, হইহই রইরই অর্থহীন আপ্ত প্রলাপ
কোথায় দাঁড়াবে তুমি? এ-বিজন সংসারে ঘোড়াই আওয়াজ
অপেক্ষা করে নেই বাজুবন্ধ হাওয়া, খাখা থইথই একা
এখানে নীলরং একটু বেশি বেশি মনে হচ্ছে, কারণ আছে
বৃষ্টির পাঁচরাত, জ্যোৎস্নার সন্ধানে দৌড়-ঝাঁপ ভুলে ছিল
এখন তার কথা ফুটেছে। কথাগুলো পছন্দ হচ্ছে না কারো
বেশ, তর্কাতর্কি শেষে না করে উঠে যাই, যাব না বলেও
***
খ.
তারপর, এক নিষিদ্ধ নাগরের চাবি হাতে উঠে দাঁড়ালে, খুব ধীরে
চার পা হেঁটে গিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে খুলে ফেললে বদ্ধ দরজা
একটু অবাক হবারই কথা! যারা ভন ভন শব্দ তুলে গল্প করছিলাম
তাদের মাথায় ছিল না এমন একটি ঘটনা ঘটাবে তুমি ! কিন্তু ঘটেছে
গল্পের বিষয় পাল্টে যায়, এবার তুমি এবং তোমার চাবি, কারসাজি
আলবেলা আঁধারের ভরপেট বুভুক্ষ উৎসব, ভেবে পায় না, কী করে
তুমি সেই চাবি খুঁজে পেলে, কাজে লাগালে। যা সে ছিল অন্য হাতে
নগরে নগরে ঢেউ, আধভাঙা স্বপ্নের কারিগরি বিদ্যা কিছুতেই ঘুমোতে
দেয় না, ঘুমও আসে না। আসে মহাকালের উল্টো নামতা কলরব
আধখানা প্রশ্ন এবং পুরোপুরি অবজ্ঞা কৌতুহল। তবু মনে রেখো
এসব কিছুর পরও তোমার এই বদ্ধ দরজা খোলার বিষয়টা কাঁটা হয়ে
বোঁ বোঁ ঘুরছে অনেকের নিদ্রার ভেতর। এখন তুমি সেইখানে বাস কর ।
***
কবি সংযোগ : ফেরদৌস নাহার

শেয়ার করুন