শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

রোম যখন জ্বলছিল নিরো তখন বাশিঁ বাজাচ্ছিল "- স্কুল জীবনে এই বাক্যের ট্রান্সলেশন করেননি এমন ব্যাক্তি খুঁজে পাওয়া দুষ্কর! তবে প্রাত্যহিক জীবনে এই উক্তির মর্মাথ এবং প্রায়োগিক জ্ঞান অর্জন করেছেন এমন সত্ত্বা খুঁজে পাওয়া ও কম দুষ্কর নয় বৈকি!!

Sheikh Mohibul Hasan 

" রোম যখন জ্বলছিল নিরো তখন বাশিঁ বাজাচ্ছিল "- স্কুল জীবনে এই বাক্যের ট্রান্সলেশন করেননি এমন ব্যাক্তি খুঁজে পাওয়া দুষ্কর! তবে প্রাত্যহিক জীবনে এই উক্তির মর্মাথ এবং প্রায়োগিক জ্ঞান অর্জন করেছেন এমন সত্ত্বা খুঁজে পাওয়া ও কম দুষ্কর নয় বৈকি!!
চাকুরী জীবনের ছয় বছরের ক্রান্তিলগ্নে সিএইচসিপিরা , মহাকালের অতল গর্ভে হয়তোবা অংকটা নিতান্তই সূক্ষ্ম, তবে ক্ষুদ্র এ মানবজীবনের জন্য তা নিশ্চয়ই নেগ্লেটএবল নয় ?? যে সময়টাতে একটা ভ্রুন স্কুলের ব্যাগ বহন করতে শেখে যায়, যে সময়টাতে বিশ্ব মোড়লরা নিজেদের আধিপাত্য বাড়িয়ে নিয়েছে একযুগের, যে সময়টাতে দেশ এগিয়েছে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে, যে সময়টাতে আমাদেরই স্বাস্থ্যবিভাগ বিশ্বের দরবারে দাঁড়িয়েছে মাথা উচু করে - ঠিক এই অর্ধযুগে আমরা সিএইচসিপিরা কতটুকুই বা এগোলাম ?? প্রশ্নটার উত্তরটা আজ সকলেরই চাক্ষুষ - আমরা আগানো তো দূর নিজেদেরই আরো পিছিয়েনিচ্ছি নাতো ??
গত মাসে ফেবুর কল্যাণে যখন ১৩/১০/১৭ এর দাবী আদায় বাস্তবায়ন কমিটির বর্ধিত সভার কথা জানলাম, মনের মাঝে হটাৎ করেই যেন শতআশা ঝলকানি দিয়ে গেলো। প্রতিটি জেলার নেতৃবৃন্দের একত্রে বসা নিয়ে কতইনা গলা ফাটালাম - আজ তা বড্ড অসময়ে হলেও যে তা হচ্ছে এটাই বা কম কিসে! কিন্তু আশায় জলাঞ্জলি, যেখানে নিজেদের মধ্যকার ফাটল ধরা সম্পর্কগুলোকে মেরামতের আশা ছিল - সেখানেই কিনা সম্পর্কগুলোকে ভেংঙ্গে চুরমার করার সকল আয়োজনই পূর্বপরিকল্পিত ছিল! এই মুহুর্তে আমাদের ঐক্যতার কোন বিকল্পই নেই - সেখানেই কিনা নিজেদের বিভাজনকে চুড়ান্ত রূপায়নের নাটক মঞ্চায়িত করলাম ? চাকুরীটার স্বার্থেই তো সংগঠন নাকি সংগঠনের স্বার্থে চাকুরী ?? আমি যদি সহকর্মীদের সাথে একটি সুসম্পর্কই স্থাপন করতে না পারলাম তবে কিসের সংগঠন, কেন সংগঠন, কাদেরই বা সংগঠন!
সময়টা যে মোদের বড্ড কঠিন যাচ্ছে আজকাল, এখন হাতেহাত-কাধেকাধ মিলিয়ে দৃঢ়প্রত্যয়ে এগিয়ে যাওয়ার পালা ; নিজেদের মধ্যকার তিল পরিমাণ ত্রুটিবিচ্যুতি গুলোকে তালে রূপায়ন করা নয় নিশ্চয়ই!এই মুহুর্তে একটি অগনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত দাবী আদায় কমিটির কাছ থেকে দাবী আদায় বহির্ভূত কোন সিদ্ধান্ত যেমন কাম্য নয়, তেমনি এসব পদক্ষেপ এই কমিটির এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলবে নাতো আবার ?? আমরা সাধারন সিএইচসিপিরা কেবল আমাদের চাকুরীটার ফলভোগ করতে চাই, সংগঠনতো নেতৃৃস্থানীয়দের ই - তবে কেন এতো ইনসিকিউরড ফিল করা ?
গরুর উকুন মারতে গিয়ে গরু মেরে তৃপ্তির ঢেকুর তোলা - আর যাইই হোক না কেন বুদ্ধিমত্তার পরিচায়ক নয় নিশ্চয়ই ?? সত্যি বলতে কি নিরোরা কভু পৃথিবী থেকে বিলুপ্ত হয়না যুগেযুগে এরা ভিন্ন রূপে আবির্ভূত হয় ধরাতে, নিজের ঘর পোড়ার মধ্যেই মনের সুখে বাশিঁ বাজাতে! নিরোরা নিজেদের পরিবর্তন করেনা যা করে তা হলো ভার্সন আপডেট (!) যারই প্রত্যক্ষদর্শন এবার আমাদের চাক্ষুষ - এরা শোধরায় না, শোধরাতে চায়না, শোধরাতে পারেওনা না - তবে যা পারে তা হলো - ভার্সন চেঞ্জ

শেয়ার করুন