শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

উৎসাহ উদ্দীপনা ছাড়া,প্রায় ১৪০০০ হাজার chcp র সংগঠন, বাংলাদেশ chcp association, দাবী আদায় বাস্তবায়ন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে ,,,নানা ঘটনা এবং দুর্ঘটনার ও কমতি ছিলনা

Hedayet Ullah


উৎসাহ উদ্দীপনা ছাড়া,প্রায় ১৪০০০ হাজার chcp র সংগঠন, বাংলাদেশ chcp association, দাবী আদায় বাস্তবায়ন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে ,,,নানা ঘটনা এবং দুর্ঘটনার ও কমতি ছিলনা নির্বাচনের মধ্যে, কেউ বহিস্কার আবার কেউ আবিস্কার ও হয়েছেন এ নির্বাচনে, এ নির্বাচন কারো জন্যে কষ্টের আবার কারও জন্যে আনন্দের আমরা সাধারনরা সকলের মঙ্গল কামনা করি, আগের বাস্তবায়ন কমিটি দ্বারা কি কি বাস্তবায়ন হয়েছে ,এবং আমাদের সংগঠন কতটুকু উপকৃত হয়েছে তা সবার কাছে জানা আছে, আমরা পারিনাই কোন মৃত কলিকের পরিবারের পাশে সম্মিলিত ভাবে দাঁড়াতে, আমি একটা ফান্ডের প্রস্তাব করেছিলাম, যেখানে বে নজীর স্যার বলেছিলেন সব chcp একমত হলে, এ রকম একটা ফান্ড করার জন্য আমরা চিন্তা করব, আর সেখানে বাস্তবায়ন কমিটির কোন কমেন্টস পেলাম না, পাবো বা কেন, কিভাবে, এখানে কারও তো পকেট ভারী করার সুযোগ নাই। আর রীটের জন্য আদালত প্রাঙ্গনে মারামারির ঘটনা ও ঘটেছে ,পরিশেষে বলব নতুন কমিটিকে chcp দের নিয়ে ভাল চিন্তা করুন, কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষে পোঁছাতে পারি সেই চেষ্ট করুন, যেখান H A এবং স্যাকমো সাহেবরা তাদের দাবী দাওয়া পৃরন করে নিচ্ছে, আরা আমরা পিছিয়ে একমাত্র, শুধুমাত্র ঐক্য, এবং মসন্বয়হীনতার অভাবে, তাই আসুন কাঁদাছুটি বন্ধ করে হাতে হাত রেখে,এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজকরি।


শেয়ার করুন

0 এর মন্তব্য: