সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

মেয়ে CHCP দের CSBA ট্রেনিংয়ের ন্যায় ছেলে CHCP দের DIPLOMA ট্রেনিং করা অতি জরুরী প্রয়োজন ।

মেয়ে CHCP দের CSBA ট্রেনিংয়ের ন্যায় ছেলে CHCP দের DIPLOMA ট্রেনিং করা অতি জরুরী প্রয়োজন ।কেননা ছেলে CHCP দের যদি DIPLOMA ট্রেনিং করানো হয় তাহলে সি.সির চিকিৎসার মান বাড়বে এবং বিভিন্ন সমস্যার মুখাপেক্ষী এত হতে হতো না । এছাড়া একজন ছেলে CHCP কে সরকার DIPLOMA ট্রেনিং করে দিলে মেডিক্যাল অফিসারের কাজ ও তারা মুটামুটি ভাবে চালিয়ে যেতে পাড়বে । এটি করলে সি.সির কাজের মানের গতি ও বাড়বে এবং সরকারের ও মুখ উজ্বল হবে এবং দেশের অথনৈতিক সমস্যাও রোধ হবে । স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় অবিভাবক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ স্যারের মাতা এই (গত) রাত ৮.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন ‘ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন '। কাজিপুর , সিরাজগঞ্জ সিএইচসিপি এসোসিয়েশনের পক্ষ থেকে ডাঃ আবুল কালাম আজাদ স্যারের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি । গ্রাম অষ্ণলের জনগণের খুব কাছাকাছি দেৌঁড় গোড়ায় স্বাস্হ্য সেবা পৌঁছে দেবার জন্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার বিভিন্ন গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন এবং উজ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা

শেয়ার করুন