সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

মা আমার মা

Shahnin Sultana

সাহনিন সুলতানা
জন্ম নিয়ে প্রথম আমি আমার মাকে দেখি,
মা আমাকে জড়িয়ে ধরে
হেসেছিল সে কি।
বোনেরা সব হেসেছিল স
নতুন বোন পেয়ে,
দাদাদাদি কেঁদেছিল ছিলাম আমি মেয়ে।
পর পর তিনটি মেয়ে হলে
অনেক আশা করে,
আশায় বুকযে বেঁধেছিল
ছেলে আসবে কোলে।
কিন্তু তাতো হলোনা আর দুঃখে যে মন মরে,
অনেক কথা শোনায় মাকে
গেলো সবাই সরে।
দুঃখিনি মা কাঁদছে শুধু
এই কি ভাগ্যের লেখা,
মেয়েই শুধু হোলো আমার
ছেলের নাই যে দেখা।
ছেলেমেয়ে জন্মের ক্ষমতা
শুধু পুরু-ষেরই কাম,
সেই কথাটা জানেনা সবাই
মহিলাদের বদনাম।
কপিরাইট-- সাহনিন সুলতানা
171017

শেয়ার করুন