**********************
1/11আজ আমার #জন্মদিন ছিল.....
ফেসবুকে,মেসেঞ্জারে, ফোনে যে সকল সহকর্মী,বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী আমাকে উইশ করেছেন, স্নেহ, ভালোবাসা, সম্মান প্রকাশ করেছেন।সবাই কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
#সত্যিই_অভিভূত_হলাম!এতো বেশি উইশ করেছেন সবাই.....! সত্যিই অকল্পনীয়!
আসলে আমি এতটা পাওয়ার যোগ্য ছিলাম না।
তবে আমিও চেষ্টা করি আমার অবস্থান থেকে আমার আত্নীয়,সহকর্মী,বন্ধু বান্ধবের সুখে দুঃখে সাধ্যমত পাশে দাঁড়ানোর। এই চেষ্টা যেনো আমৃত্যু অব্যাহত রাখতে পারি সেই দোয়া কামনা করি সবার কাছে।
সেই সাথে সবার সুস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
খবর বিভাগঃ
জন্মদিন

0 এর মন্তব্য: