বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

নির্জন স্থানে ক্লিনিকে সিএইচসিপি নিজ কর্মস্থলে সন্ত্রাসী কর্তৃক খুন ।

মাজেদুল হক

নির্জন স্থানে কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি নিজ কর্মস্থলে সন্ত্রাসী কর্তৃক খুন ।
এই মাত্র ফোন মারাফত জানতে পারলাম  যশোর জেলার চৌগাছা উপজেলার যাত্রাপুর সিসির সিএইচসিপি মোঃ ইয়াসির আরাফাত সন্ত্রাসী কর্তৃক  নিজ কর্মস্থলে খুন হয়েছেন। সকালে বাড়ি হতে সিসিতে আসেন বিকাল পার হলেও বাড়ি না ফেরায় তার মা তার বাবাকে সিসিতে পাঠায় । বাবা সিসির সকল দরজা জানালা তালা বদ্ধ দেখতে পান কিন্তু সিড়িতে রক্ত দেখে এলাকার লোকজন ডেকে সন্ধান বের করেন।রাত ৭.৩০ মিনিট অবধি পুৃলিশ পাহারায় লাশ সিসির মধ্যে আছে। সহকর্মী মুক্তার হোসেন ,যশোর জেলা সাধারণ সম্পাদক এর মাধ্যমে জানতে পারি । সিসিটি একটি নির্জন ফাঁকা স্থানে রাস্তার পাশে । পরিদর্শন করে ধারণা করেন তারা আনুমানিক দুপুর ১ টার দিকে সিসির বারান্দায় সিএইচসিপি ইয়াসির আরাফাত অনলাইন রিপোর্ট এর কাজ করছিলেন। সন্ত্রাসীরা তাকে হাতুরী দিয়ে মাথায় সহ বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে । পরে লাশ টেনে সিসির ভিতরে রেখে যায় । সিসিতে আরাফাতের চলাচলের একটি নতুন জিকজাক মটরসাইকেল মূল্য ২,৫০,০০০ টাকা এবং একটি এন্ড্রুয়েড মোবাইল ফোন হত্যার পর সন্ত্রাসীরা নিয়ে গেছে। ইতিমধ্যে উপজেলা কর্মকর্তা এইচআই এবং খুলনা জেলার সিভিল সার্জন স্যার পরিদর্শন করেছেন।

শেয়ার করুন