আসসালামু আলাইকুম
সুপ্রিয় সহকর্মীবৃন্দ আজ ০৮/১১/২০১৭ তারিখে যে সকল মামলার রায় হয়েছে সেসকল মামলায় রীটকারী সকল সহকর্মী ভাই বোনদের জানাই সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশন এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনও শুভেচ্ছা।
সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশন দেশের সবচাইতে স্বল্প খরচে ড. কামাল হোসেন এন্ড এসোসিয়েটসে সিলেট জেলার সিএইচসিপিদের রিট করার সিদ্ধান্ত গ্রহন করে এবং তারই ধারাবাহিকতায় আজ সেই রীটের রায় আমাদের পক্ষে আসে। আমি সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সকল দ্বায়িত্বশীলদের অভিনন্দনজ্ঞাপন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিলেট জেলার সিএইচসিপি নেত্রিবৃন্দের যাঁদের অক্লান্ত পরিশ্রমে আমরা সফল হতে পেরেছি।আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিলেটের সফল সংগঠক Jamil Ahmed MD Dalwar অাহমেদ রাজনভাই যাঁদের পরামর্শ ও দিক নির্দেশনায় আজ সফলতা অর্জিত হয়েছে।
মোঃ মাহবুবুল ইসলাম
সাধারণ সম্পাদক
সিএইচসিপি এসোসিয়েশন
সিলেট জেলা
সাধারণ সম্পাদক
সিএইচসিপি এসোসিয়েশন
সিলেট জেলা
খবর বিভাগঃ
বাংলাদেশ সিএইচসিপি
