ইয়াসির আরাফাত পলাশ ভাইয়ের স্মরণে
আগামী কালের #মানব_বন্ধন।পলাশ ভাই এর মামলা ও খুলনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পলাশ ভাই এর জন্য করনীয় এসব ব্যাপারে খুলনা বিভাগীয় ডাইরেক্টর শ্রদ্ধেয় ডাঃ রওশন আনোয়ার স্যার এর সাথে আলোচনা হলো। উপস্থিত ছিলেন সিভিল সার্জন যশোহর ডাঃদিলীপ কুমার রায় স্যার।
আরো উপস্থিত ছিলেন দাবী আদায় বাস্তবায়ন কমিটির সুযোগ্য আহবায়ক শহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি মোঃতরিকুল ইসলাম, সাধারন সম্পাদক খাইরুল হাসান খান। সাথে আছেন সংগ্রামী সহযোদ্ধা যুবায়ের রহমান।যশোহর জেলার সভাপতি আসলাম উদ্দিন, সাধারন সম্পাদক মুক্তার হোসেন।
আরো উপস্থিত ছিলেন মরহুম পলাশ ভাই এর শোকগ্রস্ত পিতা মোঃ শহিদুল ইসলাম।
খবর বিভাগঃ
প্রথম পাতা
0 এর মন্তব্য: