বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

মাননীয় স্যারদের দৃষ্টি আকষর্ণ করছি

Sharif Chcp


 মাননীয় স্যারদের দৃষ্টি আকষর্ণ করছি
প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত সিএইচসিপি নিয়োগ বা পদায়ন করার জন্য
কমিউনিটি ক্লিনিক গুলো যেহেতু রেফারাল সিস্টেম,গ্রাম থেকে রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা নিতে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় দালাল দের খপ্পরে পরেতে হয়। আবার অনেক সময় ডাক্তারা গুরুত্ব দেয় না। #রেফারাল_সিস্টেমটা_কে_যদি_ডিজিটাল_সিস্টেম_করা_যায়, তাহলে একদিকে রোগী সঠিক ভাবে সেবা পাবে,অন্য দিকে হয়রানিরও স্বীকার হতে হবে না। দেশের সকল কমিউনিটি ক্লিনিক থেকে রোগী কে রেফার করার সময় সফটওয়ারে এন্ট্রি করে রেফার করবে। এন্ট্রি করার পরে উপজেলা সফটওয়ারে জমা হবে। সেখান থেকে প্রতিদিন রেফার করার রোগীর প্রিন্ট করা কপি গুলো ডাক্তাদের কাছে যাবে। তাছাড়া উপজেলার সকল রির্পোট গুলো পরিসংখ্যানবিদের পাশাপাশি অতিরিক্ত সিএইচসিপি চেক করার মাধ্যমে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবে।

শেয়ার করুন