সিএইচসিপিদের নিয়ে বিতর্কের জবাব দিলেন M Shamim Reza স্যারঃ
সিসি তে এখন ২৭ রকম ওষুধ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে Amoxicillin 250 mg, Metronidazole ট্যাবলেটের মতো Antibiotics যা সাধারণ জ্বর জারী সর্দি কাশি (সীমিত নিরাময় সেবা), পেটের পীড়া কাঁটা ছেড়া ইত্যাদিতে ব্যাবহার করতে বলা হয়েছে (্ওভার দি কাউন্টার)। স্রকারের Essential Service Package (ESP) এর আওতায় এ ধরণের সেবা সিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে তারা কিছু করবে না, সব আপনাদের কাছে (ইউনিয়ন USC, UHFWC & উপজেলাতে UHC) রেফার করে দিবে। তাদের কাছে ওষুধ ব্যাবহার নির্দেশিকা, E-learning Materials আছে এবং ওষুধের ব্যাবহার সহ নানামুখী প্রশিক্ষণ পাচ্ছে, যা স্বাস্থ্য সেক্টরে অনেক সেবাদান কারী পাননি। World Health Organization (WHO) এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ও দেখভাল করছে। তাই এই বিতর্ককে আমি অর্থহীন মনে করি। যেখানে ওষুধের দকান্দারকে আমার গ্রামের মানুষ ডাক্তার বলে ডাকে, মুড়ি মুড়কির মতো ওষুধ কিনে খায় ( Antibiotics সহ)। সেখানে CHCP রা তাদের হাতের কাছে জানা শোনা মানুষ। আপনারা Community Clinic এ নিয়োগ পেতে চান, এর জন্য CHCP দের কে ছোট করার দরকার নেই। আমরা সবাই সরকারের কাজ করি। সরকার ইচ্ছা বুঝতে হবে। আপনি যদি বিদ্রোহ করে বসেন যে সরকার কেন আমরা থাকতে CHCP নিয়োগ দিলো?? মানি না মানব না। (যেমন অনেক জায়গায় এইচ এ রা সিসিতে বসে না এই ধরণের প্রেস্টিজ ইস্যুর কারনে, তারা কিছুতেই CHCP দের ১৪ তম গ্রেড মেনে নিতে পারে না)। নানামুখী লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করা, সেবা প্রদান করা আমাদের কাজ, তার জন্যই আমরা বেতন পাই। নিয়ম এবং বিধি বিধানের মধ্যে কাজ করার বাইরে কেউ ব্যত্যয় (Malpractice) ঘটালে তা আলাদা। পারস্পারিক সুসম্পর্ক ও সমন্বয়ের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব। মনে রাখতে হবে মানুষের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে!!!!!! সিসিতে ভবিষ্যতে Altrasound, Xray, Pathology ইত্যাদি বসতে পারে।!!
সিসি তে এখন ২৭ রকম ওষুধ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে Amoxicillin 250 mg, Metronidazole ট্যাবলেটের মতো Antibiotics যা সাধারণ জ্বর জারী সর্দি কাশি (সীমিত নিরাময় সেবা), পেটের পীড়া কাঁটা ছেড়া ইত্যাদিতে ব্যাবহার করতে বলা হয়েছে (্ওভার দি কাউন্টার)। স্রকারের Essential Service Package (ESP) এর আওতায় এ ধরণের সেবা সিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে তারা কিছু করবে না, সব আপনাদের কাছে (ইউনিয়ন USC, UHFWC & উপজেলাতে UHC) রেফার করে দিবে। তাদের কাছে ওষুধ ব্যাবহার নির্দেশিকা, E-learning Materials আছে এবং ওষুধের ব্যাবহার সহ নানামুখী প্রশিক্ষণ পাচ্ছে, যা স্বাস্থ্য সেক্টরে অনেক সেবাদান কারী পাননি। World Health Organization (WHO) এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ও দেখভাল করছে। তাই এই বিতর্ককে আমি অর্থহীন মনে করি। যেখানে ওষুধের দকান্দারকে আমার গ্রামের মানুষ ডাক্তার বলে ডাকে, মুড়ি মুড়কির মতো ওষুধ কিনে খায় ( Antibiotics সহ)। সেখানে CHCP রা তাদের হাতের কাছে জানা শোনা মানুষ। আপনারা Community Clinic এ নিয়োগ পেতে চান, এর জন্য CHCP দের কে ছোট করার দরকার নেই। আমরা সবাই সরকারের কাজ করি। সরকার ইচ্ছা বুঝতে হবে। আপনি যদি বিদ্রোহ করে বসেন যে সরকার কেন আমরা থাকতে CHCP নিয়োগ দিলো?? মানি না মানব না। (যেমন অনেক জায়গায় এইচ এ রা সিসিতে বসে না এই ধরণের প্রেস্টিজ ইস্যুর কারনে, তারা কিছুতেই CHCP দের ১৪ তম গ্রেড মেনে নিতে পারে না)। নানামুখী লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করা, সেবা প্রদান করা আমাদের কাজ, তার জন্যই আমরা বেতন পাই। নিয়ম এবং বিধি বিধানের মধ্যে কাজ করার বাইরে কেউ ব্যত্যয় (Malpractice) ঘটালে তা আলাদা। পারস্পারিক সুসম্পর্ক ও সমন্বয়ের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব। মনে রাখতে হবে মানুষের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে!!!!!! সিসিতে ভবিষ্যতে Altrasound, Xray, Pathology ইত্যাদি বসতে পারে।!!
খবর বিভাগঃ
প্রথম পাতা
বাংলাদেশ সিএইচসিপি
