বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

সিএইচসিপি ইয়াসির আরাফাত পলাশ হত্যার প্রতিবাদে আগামী ১০ তারিখ শুক্রবার মানব বন্ধন , যশোর ,দড়াটানা মোড়, সকাল ১০.০০ টার সময় ।

panamicc.blogspot.com
ঝিনাইদহ জেলার সকল সিএইচসিপির প্রতি আহ্ববান
যশোর জেলার চৌগাছা উপজেলার সিএইচসিপি ইয়াসির আরাফাত পলাশ হত্যার প্রতিবাদে আগামী ১০ তারিখ শুক্রবার মানব বন্ধন , যশোর ,দড়াটানা মোড়, সকাল ১০.০০ টার সময় । ঝিনাইদহ জেলার সকল সহকর্মীদের বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রতিবাদ মানব বন্ধনে উপস্থিত থেকে জানান দিন ,
চাকুরীর নিশ্চয়তা চাই ? নিরাপদ কর্মস্থল চাই?
আহ্ববানেঃ
মোঃ আশরাফুল ইসলাম শান্ত,
সভাপতি
মোঃ মাজেদুল হক
সাধারণ সম্পাদক
ঝিনাইদহ সদর উপজেলা এসোশিয়েশন ।

শেয়ার করুন