বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

ওরা কি সিএইচসিপিদের বাঁচতে দিবেনা



ওরা কি সিএইচসিপিদের বাঁচতে দিবেনা!
অবস্থা দেখে মনে হচ্ছে ওরা সিএইচসিপিদের বাঁচতে দিবেনা! কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যত বিপ্লব ঘটাচ্ছে ততই তাদের জীবন হুমকির মুখে পতিত হচ্ছে!
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি Haniful Islam Sujon কমিউনিটি ক্লিনিক তথা স্বাস্থ্য বিভাগের অহংকার। তার সেবা ও আন্তরিকতায় এই পর্যন্ত ৪৪৪টি সফল নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে তার ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে। তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহনকারী গর্বিত সেবাদানকারী সিএইচসিপি। যার সিসিতে এই পর্যন্ত শত শত দেশি বিদেশী বিদেশীদের ভিজিট হয়েছে তার উন্নত সেবাদানের কারনেই! তিনি একজন অসুস্থ সিএইচসিপি হয়েও রাত-দুপুর কাটিয়ে দিচ্ছেন কমিউনিটি ক্লিনিকে!
অথচ তার জীবনও এখন সংকটে নিপতিত! এর কি কোন সুরাহা হবেনা? নাকি এভাবে নির্যাতনের ষ্টীম রোলার চলবে? প্রশ্ন রইলো আমাদের শ্রদ্ধেয় অবিভাবকদের নিকট!
আজ হয়তো ঐ ক্ষমতাধর সিজি সভাপতির ভাইয়ের হাত সুজনের গায়ে উঠেনি কিন্তু অন্যদিন যে নির্মম হত্যাকান্ডের শিকার ইয়াছির আরাফাত পলাশের মত ভাগ্যহত হবেনা তার নিশ্চয়তা কিসের? তার কথা শুনেতো পলাশের কথাই মনে হচ্ছে!

ধন্যবাদ সবাইকে।
:::

শেয়ার করুন